ওমানে বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট টিমকে সংবর্ধনা

প্রকাশিত:বুধবার, ২৩ অক্টো ২০২৪ ০৩:১০

ওমানে বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট টিমকে সংবর্ধনা

ওমানে আগত বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট টিমকে বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) আয়োজিত এ গেট টুগেদারে বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের প্রেসিডেন্ট আশরাফুর রহমান সিআইপির সভাপতিত্বে ও জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের প্রধান উপদেষ্টা ইয়াসিন চৌধুরী সিআইপি।

স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের সেক্রেটারি শেখ ফাহাদসহ সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং সম্মানিত সিআইপিরা।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার ও স্টেশন ম্যানেজারসহ ওমানে বসবাস করা বাংলাদেশ কমিউনিটির সিনিয়র লিডার এবং বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ ক্রিকেট টিমের খেলোয়াড়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।